বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আধ্যাত্মিকতা বিষয়ক গ্রন্থগুলো মানব মুক্তির পদপ্রদর্শক : জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন

  প্রকাশ : ২০১৯-০৫-২৮ ১৫:৪১:৩০  

পরিস্হিতি২৪ডটকম : আধ্যাত্মিক দর্শন হল আত্মা সম্পর্কিত এক মুখ্যদর্শন। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টাই এই দর্শনের মূলনীতি। আর এই সুফিপথের পথ প্রদর্শনকারীদের নিয়ে যে গ্রন্থগুলো রচিত হয় তা মানবমুক্তির পথ প্রদর্শনে সহায়ক হয়। এই বইগুলোর অধ্যয়ন করলে স্রষ্টার আরাধ্য হওয়ার পথ সুগম হয়। নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনকে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময়কালে ও হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক প্রকাশিত সুফি গবেষণামূলক বই, প্রসপেক্টর, আধ্যাত্মিক পরিক্রম-১ এবং ২, সুফিসাধকের জীবনগাথা : তাসাউফের মর্মকথা ও হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী শরীফ প্রদান কালে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, কাউন্সিলর রেখা আলম, কাউন্সিলর জেসিকা আক্তার জেসি, এস এম সিরাজউদ্দৌলা, সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, পরিস্থিতি২৪ডটকম’র সম্পাদক সাংবাদিক এ, কে,এম আবু ইউসুফ, সিটিজিপোস্টের ব্যবস্থাপনা সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সম্পাদক স ম জিয়াউর রহমান, আওয়ারটাইমস’র সাংবাদিক রাজীব চক্রবর্তী, মোহাম্মদ আবদুল বাতেন, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, শিপ্রা বসু মল্লিক, দয়াল দত্ত, কাশ্মিরী দাশ, প্রণাম দাশ, নিলু দাশ, ঝণ্টু শীল, রুবেল শীল, লাভলু দত্ত, সুমি চৌধুরী, আদৃতা চৌধুরী,স্নেহা চৌধুরী, রণবীর দাশ, শেখর দত্ত, জয়শ্রী দত্ত প্রমুখ।



ফেইসবুকে আমরা