পরিস্হিতি২৪ডটকম : অনলাইন দৈনিক দেশবার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, সেদিন বেশী দূরে নয় যেদিন প্রিন্ট কোন পত্রিকা থাকবে না। হয়ত তা আমি দেখে যাব না। তিনি আরও বলেন, আমার বিশ্বাস অচিরেই অনলাইন গনমাধ্যম নিবন্ধিত হয়ে যাবে। তিনি নিবন্ধন বিষয়ে স্বাধীনতার পক্ষের অনলাইন সমুহের পাশে থাকার আশ্বাস দেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী অনলাইন সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল হয়ে সাংবাদিকতা করার অনুরোধ জানান।
বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক দেশ বার্তা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে আজ ১৩ জুলাই ২০১৯ রোজ শনিবার অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপরোক্ত কথাগুলো বলেন।
প্রকাশক হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
উদ্বোধন করেন ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাজহারুল হক শাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দেশ বার্তা উপদেষ্টা ও পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মোহনা টিভি ডিভিশনাল ডেপুটি চিফ আলী আহমেদ শাহীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এম এ রহিম শাহ, জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, দৈনিক বায়েজিদ পত্রিকার বার্তা সম্পাদক স ম জিয়াউর রহমান, সিটিজি পোস্ট ডটকম ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামাল উদ্দিন, মোরা পত্র লেখক সমাজ মোপলেস সভাপতি সজল দাশ, পরিস্থিতি ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশক এ কে এম আবু ইউসুফ, বিজয়’৭১ এর কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডাঃ আর কে রুবেল, সাহিত্যিক সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, দৈনিক সরেজমিন ব্যুরো চিফ কায়ছার ইকবাল চৌধুরী, সাংবাদিক শহীদুল ইসলাম সাগর, দৈনিক দেশ বার্তা বিশেষ প্রতিনিধি লায়ন ওসমান সরওয়ার, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ফটিকছড়ি সভাপতি হাসান শিকদার রাজা, সাংবাদিক কামাল হোসেন, নবজাগরণ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন, নারী নেত্রী সৈয়দা শাহানারা বেগম, সংগঠক রুজি চৌধুরী, দেশ বার্তা সহ সম্পাদক তরুণ বিশ্বাস অরুণ, ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন মিন্টু, উপকূল প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, আবদুর রাজ্জাক, মুহাম্মদ জামশেদ, মিজানুর রহমান, মোবিনুল হক মনির, আনিছুর রহমান ফরহাদ, অর্ক রায় সেতু, সুমন দাশ গুপ্ত পল্লব, তৌহিদুর রহমান, ফুয়াদ মাহমুদ সবুজ, জাহাঙ্গীর আলম বেলাল প্রমুখ।
দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ইনফো বাংলা প্রকাশক বাবু কল্যাণ চক্রবর্তী ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯ ক্যাটাগরীতে ২৫ জনকে সম্মাননা স্মারক ও প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি