পরিস্হিতি২৪ডটকম : বৈরী আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। এরপর সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি১২৬’ ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে আসে শনিবার (৭ মার্চ) সকাল ৬টার দিকে। এ সময় বৈরী আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইটটি অবতরণ করতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল পৌনে ৯টার দিকে ফ্লাইটটি আবার শাহ আমানতে চলে আসে।
শাহ আমানতে অবতরণ করতে না পারায় বিমানবন্দর এলাকায় অপেক্ষমাণ ওই ফ্লাইটের যাত্রীদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইটটি শাহজালালে চলে যায়। আবহাওয়া ভালো হওয়ার পর সেটি আবার শাহ আমানতে চলে আসে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।