বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কল্লোল সাহিত্য পুরস্কার পেলেন সোহেল ফখরুদ-দীন

  প্রকাশ : ২০২০-০২-২৭ ২০:৩৩:১৪  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশের বরিশালের ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি চর্চায় নিবেদিত প্রাচীন সংস্থা ‘কল্লোল সাহিত্য সভা’ ২০২০ সালে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দুই বাংলার সাহিত্য সম্মেলন-১৪২৬-এ চট্টগ্রামের বিশিষ্ট লেখক-গবেষক-ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনকে কল্লোল সাহিত্য পুরস্কারে ভূষিত করেছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বরিশালের কুড়িয়ানা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে লেখক সোহেল মো. ফখরুদ-দীনকে সম্মাননা স্মারক ও পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন সংস্থার সভাপতি কবি দীনেশ মণ্ডল ও ড. প্রফুল্লকুমার জয়ধর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্কর হাওলাদার, সুনীলবরণ হালদার, গৌরাঙ্গলাল মিস্ত্রী, অধ্যাপক সন্তোষ মিত্র, হিরণ মিস্ত্রী, অধ্যাপক ডা. আ আ মোক্তাদির, ভারতের কবি তারকনাথ দত্ত, ধীরেন হালদার, অপু মিস্ত্রী, কবিবন্ধু মাসুম আহমদ রানা প্রমুখ। উল্লেখ যে, সোহেল মো. ফখরুদ-দীন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইতিহাস-ঐতিহ্য সাহিত্য-সংস্কৃতি মনীষীর জীবনকর্ম গবেষণা ও প্রত্নতত্ত্ব সংগ্রহ নিয়ে কাজ করেই চলেছেন। ইতিপূর্বে তাঁর ১৭টি একক আলোকচিত্র প্রদর্শনী ও ৫৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সোহেল মো. ফখরুদ-দীন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইতিহাসবিষয়ক অনিয়মিত পত্রিকা ‘কিরাত বাংলা’র সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা