পরিস্হিতি২৪ডটকম : বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার নগরের লাভলেইনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম, নগর আওয়ামী লীগের সহ- সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ,মহানগর সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইফতেখার সাইমুন চৌধুরী, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুুচ সালাম,শফিউল ইসলাম ফারুক, চন্দন ধর, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তিনি বলেন, মেয়র পদে ১১জন, কাউন্সিলর পদে ৪৪১জন ও সংরক্ষিত মহিলা আসন পদে ৭৯ মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে নৌকার প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। নিয়ম অনুযায়ী উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার উপর জণগণের আস্থা আছে। আশা করছি জনগণ আগামী ২৯ মার্চ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে জয়ী করবেন।
এসময় সকলের কাছে দোয়া চান তিনি।