পরিস্হিতি২৪ডটকম : দক্ষিণ চট্টগ্রামে যাত্রীরা একটি অসাধু পরিবহন মালিকের অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে এর কাছে জিম্মি হয়ে পড়েছে বলে এই অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এদের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্তি দিতে প্রশাসন, পুলিশ, বিআরটিসি, এবং দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম শিল্পপতি এস আলম গ্রুপের কর্ণধার আলহাজ্ব সাইফুল আলম মাসুদ এর হস্তক্ষেপ কামনা করেছেন । গত ২৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম নগরীর যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর কমিটির অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিমিয়ে উপরোক্ত মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। উক্ত সভায় সভাপতি করেন চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায় সৈয়দ মোহাম্মদ মোক্তার আহমদ চৌধুরী ,সদস্য সচিব ওসমান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এসএম নুরুল আমিন, গোলাম মোস্তফা। মহানগর ও জেলা কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম মাহমুদুর রহমান শাওন, সাংবাদিক গোলাম সরোয়ার,মোহাম্মদ এরশাদ হোসাইন, ইকবাল ইবনে মালেক ছৈয়দ মো. এরশাদ উদ্দিন, স.ম হারুন, মোঃ আব্দুর রহিম, মোঃ মামুন, রাসেল দাস, মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি