বাংলাদেশ, , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মুজিব বর্ষ উপলক্ষে জে. কে. হেলথ্ কেয়ার সেন্টারের উদ্যোগে র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০২-২২ ২১:০৮:৫৩  

পরিস্হিতি২৪ডটকম : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি এবং মুজিব বর্ষ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার সকালে ১৯৫২ সালে ভাষার দাবীতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় মসজিদের পাশে, ভোলা সারাং বাড়ি প্রকাশ ভোলার বাড়িস্থ জে. কে. হেলথ্ কেয়ার সেন্টারের উদোগে অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বৃহত্তর চান্দগাঁও মহল্লা ফেডারেশন কমিটির অর্থ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও তরুণ রাজনীতিবিদ জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. রেহানা আলম, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, জে. কে. হেলথ্ কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাদাত হোসেন, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মনসুর আলম, ওষুধ বিপণন কোম্পানি গ্লোব ফার্মাসিউটিক্যাল এর এমপিও মোঃ আইয়ুব আলী, ডেল্টা ফার্মার প্রতিনিধি নির্ভয় হাগিদক, রেনেটা লিমিটেডের প্রতিনিধি আবদুস সাত্তার সোহাগ, আলী আহমদ নয়ন, ফারহানা ইয়াসমিন তানিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নুরু, সাকিব, আরিফ প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে স্ত্রী, প্রসূতি, মেডিসিন, শিশু, বাতব্যাথা ও বার্ধক্য জনিত রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন বৃহত্তর চান্দগাঁও মহল্লা ফেডারেশন কমিটির অর্থ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও তরুণ রাজনীতিবিদ জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ। র‌্যালী শেষে জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, অমর একুশ আজ শুধু বেদনার দিন নয়- সাহসে, প্রেরণায়, প্রত্যয়ে, উদ্দীনায়, সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। আঁধার সরিয়ে আলোয় উদ্ভাসিত হওয়ার দিন। ভাষা শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ও শক্তি অর্জন করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তি জঙ্গীবাদের বিরুদ্ধে লড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে বলে বাঙালি জাতি এখন বিশ্ব সভায় গৌরবের আসনে অধিষ্ঠিত। ইউনেস্কোর দেয়া এ বিরল সম্মান বাঙালির যেমন শ্রেষ্ঠ অর্জন তেমনি আমাদের মহান ভাষা শহিদদের আত্মদানের সুমহান স্বীকৃতি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা