বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা ও কবি শওকত হাফিজ খান রুশ্নি’র ২৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ

  প্রকাশ : ২০২০-০২-০১ ১৬:৫৭:৩৩  

পরিস্হিতি২৪ডটকম/কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : মুক্তিযুদ্ধকালীন রাউজান থানার মুজিব বাহিনীর প্রধান, স্বাধীনতাত্তর ছাত্র আন্দোলনের নিউকিয়ার্স, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সাহসী সৈনিক, কবি ও বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নি’র ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩১ জানুয়ারি সকাল ১১টায় রাউজান উপজেলাস্থ কাগতিয়া গ্রামের সাব রেজিস্ট্রার বাড়ির কবর স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধ পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নি’র অবদান অবিস্মরণীয়। তাঁর বীরত্বপূর্ণ ও সাহসীকতার সংগ্রামী চেতনা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। শওকত হাফিজ খান রুশ্নি মুক্তিযুদ্ধের সময় জীবনবাজি রেখে যে সাহসীপূর্ণ যুদ্ধ পরিচালনা করেছেন তা আজীবন জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এসময় শ্রদ্ধা নিবেদন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত হাফিজ খান রুশিাœর সাথী যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউসুফ খান চৌধুরী, কিরণ লাল আচার্য্য, সাধন কুমার পালিত, স্বপন বড়ুয়া, ভানু রঞ্জন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার যীশু কুমার বড়ুয়া, দিলীপ বড়ুয়া, জাসদ নেতা ইঞ্জি. আব্দুল লতিফ, সংগঠক স.ম জিয়াউর রহমান, সমাজসেবী মো: মহিউদ্দীন, আকতার হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা বেগম, যুবলীগ নেতা গৌতম বড়ুয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউসুফ খান চৌধুরী।



ফেইসবুকে আমরা