পরিস্হিতি২৪ডটকম : চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে মুজিব বর্ষ- ২০২০-২০২১ বরণ উপলে ২০২১ সাল পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচীর উদ্বোধনী ও মুজিব বর্ষ স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৫ জানুয়ারি দুপুর ১২টায় বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কয়ার চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এম.পি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য অর্থ মোঃ কামরুল আমিন যুগ্মসচিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্দর কর্তৃপক্ষ পরিচালক প্রশাসন মোঃ মমিনুর রশিদ, অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এম.পিকে ও বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রফিয়া খাতুনকে মুজিব বর্ষ স্মারক সম্মাননা প্রদান করা হয়। শিক্ষিকা রুবাইয়াত জাহানের সঞ্চালনায় অরুণ বণিকের তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দায়রা জজ মনজুর মাহমুদ খান, বন্দর কর্তৃপক্ষ সি.বি.এ সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম ফটিক, কয়ার অর্থ সম্পাদক এম. লোকমান হাকিম, শতবার্ষিকী বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন সুজিত দাশ অপু, ভাস্কর ডি.কে দাশ মামুন, সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া, নুরুল আব্বাস, ইমরান, পংকজ সেন গুপ্ত প্রমূখ। অনুষ্ঠানে ২০২১ সাল পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এম.পি।
প্রেস বিজ্ঞপ্তি