বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আদালতে রিট খারিজ,৩০ জানুয়ারি ঢাকা সিটির নির্বাচন

  প্রকাশ : ২০২০-০১-১৪ ১৮:০৯:২৫  

পরিস্থিতি২৪ডটকম : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারি ভোট হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছে, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, তাতে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।তাই রিটটি সরাসরি খারিজ করা হলো।

২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। গত ৫ জানুয়ারি এই রিট করা হয়।

রিটকারী আইনজীবী জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এ কারণে সিটি নির্বাচন পেছানোর জন্য রিট করা হয়েছে।



ফেইসবুকে আমরা