পরিস্হিতি২৪ডটকম : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। রবিবার দিবাগত রাতে খাতুশা রকেট দিয়ে চালানো হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন । এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্স’র
সেনাবাহিনী জানায়, রবিবার বাগদাদে মোট ৬টি খাতুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এদের মধ্যে ৩টি রকেট সরকারি গুরুত্বপূর্ণ অফিস ও বিদেশি দূতাবাস অধ্যুষিত গ্রিন জোন এলাকায় আঘাত হানে। তাছাড়া অন্য ৩টি রকেট জাদরিয়া এলাকাকে লক্ষ্য করে ছোঁড়া হয়।
পুলিশ জানিয়েছে, রকেট হামলার ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন ।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের কুদস বাহিনী প্রধান কাসেম সোলাইমানি নিহতের পর মার্কিন স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলা। এর আগে শনিবার গ্রিন জোন এবং মার্কিন সেনা অবস্থান নেওয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন।
রবিবারের হামলাটি গত দুই মাসের মধ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ১৪তম বারের মতো হামলা।