পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, সত্য-সুন্দর-কল্যাণ আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে বই পড়ার কোন বিকল্প নেই। বই জ্ঞানের আধার। দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার আমাদের কোমলমতি সন্তানদের বই হোক নিত্যসঙ্গী। বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০ টায় ‘পাঠ্যপুস্তক উৎসব’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। উপাচার্য তাঁর ভাষণে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সোনার বাংলার স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত রেখে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ উৎপাদনের কোন বিকল্প নেই। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথমদিন বিনামূল্যে বই তুলে দিয়ে বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপাচার্য আরও বলেন, বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আমাদের কোমলমতি শিশু-কিশোররা আজ আনন্দে উদ্বেলিত; বাংলাদেশের প্রতিটি বিদ্যালয় বই উৎসবে মুখরিত। এই উৎসব সকল অন্যায়-দূর্নীতি আর সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে প্রতিহত করে ঐক্যবদ্ধ হওয়ার উৎসব। উপাচার্য আমাদের কোমলমতি শিশুদের দেশপ্রেমিক-সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মানিত শিক্ষক-অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পরে উপাচার্য কোমলমতি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে পাঠ্যপুস্তক উৎসবের শুভ উদ্বোধন করেন।চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শামসাদ বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক জনাব মো. গোলাম মোস্তফা সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, চবি প্রীতিলতা হলের প্রভোস্ট উক্ত স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য জনাব পারভীন সুলতানাসহ উক্ত স্কুল এন্ড কলেজের শিক্ষক-অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয় ও অনুষ্ঠানে ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়।বেলা ১১ টায় মাননীয় উপাচার্য চবি ক্যাম্পাসস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস) প্রাইমারী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে বই উৎসবের উদ্বোধন করেন। এ সময় স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. শামীম, উক্ত স্কুলের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলমসহ গুণগ্রাহী ও শিক্ষক-অভিভাবকবৃন্দ এবং কোমলমতি শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।