বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চবি এলামনাইয়ের সভায় বক্তারা : জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যা

  প্রকাশ : ২০১৯-১২-১৫ ১৩:১৩:১২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশে স্বাধীনতার পথে যখন চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছিল তখন দেশীয় ও পাকিস্তানী চরদের সহযোগিতায় দেশের ক্রমবর্ধমান বুদ্ধিদীপ্ত চেতনাকে ধংস ও মেধাশুন্যর করার লে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। একটি নতুন দেশ পৃথিবীর ইতিহাসে মানচিত্রে সার্বভৌম নিয়ে একটি নতুন প্লে উড়াবে, একটি জাতি নিজেকে নতুন ভাবে বিকশিত করবে সেই বিষয়টি আঁচ করতে পেরে জাতিকে মেধাশুন্য করতে বুদ্ধিজীবী হত্যা। বুদ্ধিজীবী দিবস উদযাপন মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সূর্যসন্তানদের মূল্যায়ন করা, দেশের উন্নতির ল্েয তাদের সম্পৃক্তকরণ এই দিবসটি মর্মাহত হওয়া উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ১৪ ডিসেম্বর উদযাপন উপলে বক্তারা এ কথা বলেন। বুদ্ধিজীবী হত্যা দিবস উপলে আয়োজিত সভায় চবি অলামনাই সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহাফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স ম নজরুল ইসলাম, প্রফেসর ডঃ মহিউদ্দিন, প্রফেসর ডঃ এম এ গফুর, প্রফেসর মোহাম্মদ আলী, অধ্যাপক স্বরূপানন্দ রায়, সালামত আলী, ফরিদুল আলম, আলী আকবর চৌধুরী, নাসির হায়দার বাবুল, অলক দাশগুপ্ত, মোহাম্মদ শরীফ, মুজতবা কামাল প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা