পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানো হলো ,দৃশ্যমান সেতুর ২ হাজার ৭০০ মিটার
পরিস্হিতি২৪ডটকম : বসানো হলো পদ্মা সেতুর ১৮তম স্প্যান ‘৩-ই’। বুধবার সকালে পদ্মা সেতুর মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের ১৭ ও ১৮ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর দুই হাজার ৭০০ মিটার।
এর আগে, পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী জানিয়েছিলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭ ও ১৮ নম্বর খুঁটির উদ্দেশে তিয়ান-ই ক্রেনে করে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের ‘৩-ই’ স্প্যানটি নিয়ে রওয়ানা করবে। আবহাওয়া ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই বসানো হবে সেতুর ১৮তম স্প্যান।
গত ২৬ নভেম্বর বসানো হয় পদ্মা সেতুর ১৭তম স্প্যানটি। ওইদিন দুপুর সোয়া ২ টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুটির মাঝামাঝি স্থানে ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর বসানো হয়।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।