বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ঘাডশির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় বক্তারা : সাহিত্য ও সংষ্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিসত্ত্বাকেও আলোকিত করে

  প্রকাশ : ২০১৯-১২-০৯ ২০:৩৫:৩২  

পরিস্হিতি২৪ডটকম : ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা নগরীর কোতোয়ালী থানাধীন টেরীবাজারস্থ খুশবো রেস্টুরেন্টে আজ ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাসিক কথন সম্পাদক ও শিশু সাহিত্যিক ফারুক হাসান। চট্টগ্রাম আগ্রাবাদস্থ খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ডাঃ বেলাল হোসেন উদয়নের সভাপতিত্বে মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী লায়ন মোহাম্মদ আবু ছালেহ। এতে আরো উপস্থিত ছিলেন কবি অভিলাষ মাহমুদ, মোহাম্মদ ইমরান, খোবাইদ হামদান, শাওন রানা প্রমূখ। সভায় আগামী ২৮ ডিসেম্বর ২০১৯ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয় এবং ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির গৌরবময় সম্পদ হচ্ছে তার নিজস্ব সাহিত্য ও সংষ্কৃতি। জাতিকে বিশ্বের উচ্চ আসনে নিতে সংষ্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু দেশ সাহিত্য ও সংষ্কৃতিকে লালন করে আজ উচ্চ আসনে প্রতিষ্ঠিত। যে মাধ্যমটি চর্চা ও লালন করে জাতি কখনো দরিদ্র হয়না সেটি হচ্ছে সাহিত্য ও সাংষ্কৃতিক চর্চা। সাহিত্য ও সংষ্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিসত্ত্বাকেও আলোকিত করে। বক্তারা আরো বলেন, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সাহিত্য চর্চা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা