পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর বাদুরতলা শাহী আবাসিক এলাকার অরাজনৈতিক মননশীল সামাজিক সংগঠন প্রতিফলনের দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তরুণ ও যুব সমাজকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে বই-খাতা-কলম ও খেলাধুলা সামগ্রী। দেশপ্রেমিক নাগরিক হিসেবে আধুনিক এই বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালনার জন্য সামাজিক সংগঠনের বিকল্প নেই। সেই ক্ষেত্রে প্রতিফলন এই সংগঠন মানবিক কল্যাণে ভূমিকা রাখবে। এলাকার যুব সমাজ ও তরুণ সমাজকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নেতৃত্বদানের জন্য প্রতিফলন এর সকল কর্মকর্তারা ভূমিকা রাখতে পারে। গতকাল সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের পায়রা উড়িয়ে উদ্বোধন করেন শাহী আবাসিক এলাকার কল্যাণ সমিতির সভাপতি ফরিদ আহমেদ। সংগঠনের সভাপতি আলাউদ্দিন হিরার সভাপতিত্বে ও ফয়সাল হাসান রুমির পরিচালনায় এই সভায় পৃথক পৃথকভাবে দুই পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোঃ আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরহাদুল আলম রিয়াদ, মোঃ জামাল উদ্দিন, মানবাধিকার সংগঠক স.ম.বখতেয়ার, গীতিকার ফারুক হাসান প্রমূখ। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদুরাজ নঈম বিন হারুনের যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি