পরিস্হিতি২৪ডটকম : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতব্যাপি প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসের ফলে নিহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স’র।
বন্যা ও ভূমিধ্বসের ফলে কিনশাসা বিশ্ববিদ্যালয়ের পাশে ৩টি বাড়ি ও সেখানকার একটি রাস্তা ধ্বসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আন্দ্রে এমবুয়া বলেন, ‘রাত ২টা বৃষ্টি শুরু হয়। যা অন্তত ৪ ঘণ্টা স্থায়ী হয়। এর ফলে রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে আমাদের বাড়ি ধ্বসে পড়ে।
কিনশাসা প্রদেশের গভর্নর নেরন এমবুঙ্গা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
রাজধানী শহর কিনশাসায় অন্তত ১ কোটি ২০ লাখ লোকের বাস। এখানকার অধিকাংশ ভবনই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।