পরিস্হিতি২৪ডটকম : জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল নগরীর মোহরা বঙ্গবন্ধু স্মৃতি সংঘের উদ্যোগে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি জনাব সরোয়ার বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম.হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জসিম উদ্দীন। প্রধান অতিথি বলেন, জেল হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক চরম কলঙ্কজনক ঘটনা। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে এই হত্যাকাণ্ড ঘটে। বঙ্গবন্ধুকে আর ফিরে পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না জাতীয় চার নেতাকে। একজন বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতারা একটি জাতির জন্য হয়তো একবারই জন্মায়। তাদের নিষ্ঠুরভাবে হারিয়ে যাওয়ার তচিহ্ন বহন করে যাবো আমরা হাজার বছর। ওয়ার্ড আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল হাসেম, সফিকুর রহমান সৌরভ, বিপ্লব দে লালু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আবছার চৌধুরী, মোঃ ইলিয়াছ, রাজীব ঘোষ অজয়, মোঃ শফি, সন্তোষ দাশ, ওয়ার্ড যুবলীগের নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, নুরুল আব্বাস, মোঃ মহিউদ্দিন, মাসুদ রানা, মোঃ ফারুক, মোঃ হানিফ, মোঃ মোরশেদ, মোঃ এয়াকুব, মোঃ রবিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আবু তাহের, আমীর হোসেন খোকন, সুজন মহাজন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা হায়দার আলী সাদ্দাম, রেজাউল করিম, রায়হান উদ্দিন সায়েম, অনুপ আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি