বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার দুস্থদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে বক্তারা : ধর্ম এসেছে মানবতার কল্যাণ, শান্তি ও মুক্তির জন্য

  প্রকাশ : ২০১৮-১২-২৬ ২০:০৫:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : মানুষ সৃষ্টির সেরাজীব। সেই হিসাবে মানুষের ধর্ম হল তার মানবিক গুণাবলী। সৃষ্টির প্রতি সহানুভূতি, দয়া-মায়া, ভালবাসা, মনুষ্যত্ব, মানবতা, সৌহার্দ্য, বিবেক, সহমর্মিতা ঐক্য আর শৃঙ্খলা ইত্যাদি মানবীয় গুণাবলী হল মানুষের ধর্ম। যতন একজন মানুষ অন্যর ব্যথায় ব্যথিত হয়, অন্যর আনন্দে আনন্দিত হয়, অপরকে সহযোগিতা করে, আর্তপীড়িতের পাশে দাঁড়ায়, ততণ সে মানবতার কাতারে থাকার যোগ্য। ধর্ম ও তাই শিা দেয়। ধর্ম এসেছে মানবতার কল্যাণ ও মুক্তির জন্য। বিশ্বঅলী শাহেন শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী মানব কল্যাণ ও মানবতার এই ধারাবাহিকতা প্রতিষ্ঠা করে গেছেন। আর বর্তমানে মওলা হুজুর হাসান মাইজভান্ডারী তা সদা বাস্তবায়ন করে যাচ্ছেন। মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার দুস্থদের মাঝে নগদ চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা উলেখিত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল, সহ-সভাপতি অধ্য এ.ওয়াই.এম. জাফর, ফটিকছড়ির আহ্বায়ক কমিটির সমন্বয়ক আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাফেজ আবুল কাশেম, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-সাধারণ সম্পাদক রুবেল আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, সহ-অর্থ সম্পাদক অভিবসু মলিক, প্রচার সম্পাদক মানিক বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক ঝন্টু শীল, দপ্তর সম্পাদক রূপন দাশ, সহ-দপ্তর সম্পাদক দেবাশীষ বসু মলিক, সাংগঠনিক সম্পাদক অমর শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দার, সমাজকল্যাণ সম্পাদক নিলু দাশ, সহ-সমাজকল্যাণ সম্পাদক নোটন দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু দাশ গুপ্ত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমৃত ধর, মহিলা প্রধান অর্চ্চনা রানী আচার্য, সহ-মহিলা প্রধান কাশ্মিরি দাশ, সুমি চৌধুরী, রনবীর দাশ, রবিসংকর দত্ত, রবি শেখর দত্ত, মনিটরিং অফিসার দীমান দাশ, উৎপল দাশ, সৌরভ দাশ, দয়াল দত্ত, দীপ শর্মা, অগ্নি লীলা শর্মা দিয়া, অরুপ চৌধুরী, সুইটি আচার্য, রাজীব আচার্য, সজীব আচার্য, সুজন শীল, চম্পা দাশ, সুমি চৌধুরী, অরুপ চৌধুরী, কাশ্মিরি দাশ, এডভোকেট রূপনা রাণী আচার্য, নোটন দাশ, মানিক বড়ুয়া, ঝন্টু শীল প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা