বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তি হল ২৮ চীনা প্রতিষ্ঠান

  প্রকাশ : ২০১৯-১০-০৮ ১৮:৩৪:১৯  

পরিস্হিতি২৪ডটকম : চীনের জিঞ্জিয়াং প্রদেশে মুসলিম নৃগোষ্ঠী উইঘুরদের উপর নিপীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীনের সরকারি, প্রযুক্তি বিষয়ক ও নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানও রয়েছে। ফলে তারা ভবিষ্যতে ওয়াশিংটনের অনুমতি ছাড়া মার্কিন পণ্য ক্রয় করতে পারবে না। খবর বিবিসি’র।

সোমবার মার্কিন বাণিজ্য দপ্তরের প্রকাশিত এক নথিতে বলা হয়, অভিযুক্ত ২৮টি প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘন করেছে। চীনের উইঘুর সম্প্রদায়কে নিপীড়নে জড়িত ছিল তারা। প্রতিষ্ঠানগুলো উইঘুর, কাজাখসহ অন্য মুসলিম সংখ্যালঘুদের নিপীড়নে সহায়তা করেছে।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং জানান, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। এ রকম কিছু ঘটেনি। তাদের এই অভিযোগ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা ঘামানোর কৌশল মাত্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবারই প্রথম নয়। এর আগেও চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।



ফেইসবুকে আমরা