বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চন্দনাইশে আবুল কালাম আজাদ সোসাইটির বৃক্ষ রোপণ

  প্রকাশ : ২০১৯-০৯-২৮ ১৮:৫১:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, ৫২’ র ভাষা আন্দোলনের সংগঠক মরহুম আবুল আজাদ শিক্ষা বিস্তারের পাশাপাশি বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে গেছেন। স্ব-উদ্যোগে তিনি বাড়ি-ভিটা, রাস্তা-ঘাট, জনপথ-জনপদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু বৃক্ষ রোপণ করে পরিবেশ উন্নয়নে ভুমিকা রেখেছেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও জনগণ কে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছেন। মরহুম আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষ রোপণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচীর সমাপনী দিবসে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। লেখক- ছড়াকার ও শিক্ষক শাহজাহান আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মিসেস মিতা বড়ুয়া, রঞ্জিত কুমার দে, মোহাম্মদ হোছাইন শাহীন, নাসরিন আক্তার, কাজী আবুল কালাম ও মরহুম আবুল কালাম আজাদের নাতি আব্দুল্লাহ জুবায়ের আজাদ প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ভেষজ (ঔষধী) চারা বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা