পরিস্হিতি২৪ডটকম : গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী আহলে বাইত-ই রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিলের ৪র্থ দিবসে অনুষ্ঠান গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফস্থ মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে শোহাদা-ই কারবালা মাহফিলের চেয়ারম্যান শেখ মোকসেদুর রহমান দুলাল, সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, শেখ মুজিবুর রহমান বাবুলের বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়, অনুষ্ঠানে বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও মওলা একাডেমীর চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী। প্রধান আলোচক সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী, বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল আলম, আমিরভাণ্ডার গাউছিয়া আমির মঞ্জিলের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ ফরিদুল আবচার আমিরি, বোয়ালখালী হাওলাপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী। পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের উপ-পরিচালক মনিরুজ্জামান মাসুম, চট্টগ্রাম রিপোর্টার ইউনিয়নের সভাপতি অলিউর রহমান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, মাদরাসা গাউসুল আযম মাইজভাণ্ডারীর সাবেক অধ্য আল্লামা গোলাম মোহাম্মদ খান সিরাজী, আলোচক বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক আল্লামা গোলাম মোহাম্মদ শায়েস্তা খাঁন আযহারী, ও বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল জব্বার, সৈয়দ আবু আহমদের উপস্থানায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উদযাপন পরিষদের সচিব, মোহাম্মদ আলী, অর্থ সচিব ফজলুল হক ফজু, অনুষ্ঠান সমন্বয়কারী, আল্লামা কাজী হাবীবুল হোসাইন, মোহাম্মদ ওমর ফারুখ, সদস্য নুর মোহাম্মদ, মিডিয়া আহ্ববায়ক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সদস্য খোরশেদ আলম, মোর্শেদুল করিম চৌধুরী, সমীর কান্তি দাশ, সমিরণ পাল, অভ্যর্থনা আহবায়ক মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মনছুর আলম, মহিউদ্দিন জীবন, কামরুল হাসান টিপু, মোহাম্মদ আইয়ুব, জাহিদ সরওয়ার, অপু সরওয়ার, স্বাদ ইবনে আলম, মোহাম্মদ আকতার মিয়া, মাওলানা হারুন রশিদ, মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী এম শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, ওচমান গণি, আলাউদ্দিন, জাহিদ সরওয়ার, সোহাগ, রুবেল, মাসুদ, মহানগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, প্রিয় নবিজি (দ.) এর আওলাদগণ ও প্রত্যেক সাহাবায়ে কেরামরা হচ্ছেন একেকজন ধ্রুবতারা, তারা হলেন সত্যের মাপকাঠি, তাদের যেকোন একজনের পদাংক অনুসরণ করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি অবধারিত।
সংবাদ বিজ্ঞপ্তি