বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশিক্ষণ বিমানের চাকা বিস্ফোরিত, ১৫ মিনিট রানওয়ে বন্ধ

  প্রকাশ : ২০১৯-০৮-২৬ ২০:৩৩:১৮  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের চাকা বিস্ফোরিত হলে প্রায় ১৫ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণ করার সময় সেটির চাকা বিস্ফোরিত হয়। তবে সেটি নিরাপদে রানওয়েতে নেমে আসতে সক্ষম হয়। ওই সময় নিরাপত্তামূলক সতর্কতায় রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ১১টার দিকে রানওয়ে বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
তিনি জানান, ওই সময় বিমান ওঠা-নামার কোনো শিডিউল না থাকায় বিমান চলাচলে কোনো সমস্যা হয়নি। বিমান বাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান।



ফেইসবুকে আমরা