পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি ২৩শে আগস্ট শুক্রবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সেবাখোলা প্রাঙ্গণ হতে আরম্ভ হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় সেবাখোলা প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটির উদ্বোধন করেন হাটহাজারী হতে আগত শ্রীমৎ উজ্জলানন্দ ব্রহ্মচারী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক ও কলামিস্ট ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল শীল। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. ইসমাইল হোসেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি সভাপতি বিজয়কৃষ্ণ বৈষ্ণব, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল মজাজন, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ রায়, ভূজপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কুমার দে, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শীমুল ধর, সনাতনী ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর দে, জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক দয়াল রায়, পণ্ডিত লিংকন চক্রবর্তী, শ্রী রঞ্জিত কুমার শীল, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, শ্রী গুরুপদ শীল, কুসুম দে, সুদীপ্ত নাথ দোলন, সুমন বণিক, পলাশ নাথ, প্রকাশ রায়, ডা. সুজন দে, অমর কান্তি দে, অধ্যাপক অমর কান্তি দে, বাগীশিক ফটিকছড়ির সভাপতি ডা. সুব্রত চৌধুরী, শ্রী কাঞ্চন শীল, রজত পাল, উজ্জ্বল দে, অশোক কুমার চৌধুরী, শেখর কান্তি সরকার, মাস্টার মনোজ কান্তি ধর, টুনু ভজন চন্দ্রনাথ, ডা. পরিমল দেব, ডা. টুন্টু দাশ, ডা. জকি দাশ, ডা. নিতাই নাথ, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, কৃষ্ণাকলি আচার্য, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের অধ্য অর্চনা রানী আচার্য, রূপনা রানী আচার্য, সূর্যগিরি আশ্রমের সহ-সভাপতি তূর্ণা আচার্য রূপনা, ধুরুং পালপাড়া গীতা শিক্ষা বিদ্যাপীঠের যীশু শীল, শম্ভু পাল, সজল পাল, অর্প পাল, অর্ঘ্য, পাল, অভি পাল, পূজা উদ্যাপন পরিষদের প্রেমাঙ্কুর চৌধুরীসহ ফটিকছড়ি বিভিন্ন সনাতনী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি