পরিস্হিতি২৪ডটকম : জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এক ব্যক্তি ওই স্টুডিওতে প্রবেশ করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়ার পর আগুন ধরে যায়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনে আরও অনেকে আহত হয়েছেন।
জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে।
স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়।
পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।