বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বরমা প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালন

  প্রকাশ : ২০১৮-১২-১৯ ১৩:১৬:৫০  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভাসহ
বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ১৬ ডিসেম্বর রোববার প্রধান শিক্ষক আলহাজ্ব সেলিনা আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। এতে সঞ্চালনা করেন শিক তানিয়া বেগম চৌধুরী। বক্তৃতা করেন শিক্ষক রুনু চৌধুরী, আশীষ বিশ্বাস, সুবর্ণা ব্যানার্জী, নাজমিন সুলতানা, রীতা দে, মিতা সেন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। তাদের দেশপ্রেমী, বই মনষ্ক ও অনুসন্ধানী হতে হবে এবং প্রকৃত ইতিহাস জানতে হবে। তারাই একদিন বড় হয়ে উন্নত জাতি ও বিশ্ব গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা