বাংলাদেশ, , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাগীশিক নারায়নহাট সংসদের অভিষেক

  প্রকাশ : ২০১৮-১২-১৭ ১৫:০০:৫৩  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নারায়নহাট সংসদের শুভ অভিষেক বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়। নারায়নহাট সংসদের সভাপতি যীশু দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত কুমার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি এড. তরুণ কিশোর দেব, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. মিহির কান্তি দে, নারায়নহাট সংসদের উপদেষ্টা প্রভাষক বাটনময় দেব, শিমুল দেব, সমর দেব, মাস্টার মন্টু কান্তি দে, মাস্টার লিটন দে, গৌতম পাল, বিশ্বজিৎ চৌধুরী, ফটিকছড়ি সংসদের ডাঃ সুব্রত কুমার চৌধুরী, সহ-সভাপতি মানস চক্রবর্তী, সহ-সভাপতি বাবলা দে, সাধারণ সম্পাদক রূপক দে, যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক অমর বণিক, অর্থ-সম্পাদক সুমন বণিক, সহ-অর্থ সম্পাদক আদিত্য সৈকত, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আশীষ চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক রূপন দাশ, সাংস্কৃতিক সম্পাদক সুমন কিশোর নাথ, ত্রান বিষয়ক সম্পাদক প্রভাত বণিক, নির্বাহী সদস্য মাস্টার লিটন মহাজন, ফুলন দেব, শিকু ওরাং, দপ্তর সম্পাদক ছোটন নাথ, বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্টা লায়ন বরুণ কুমার আচার্য বলাই, ডাঃ বিশ্বনাথ দে, ডাঃ পঞ্চানন ভট্টাচার্য, এছাড়া কাঞ্চননগর ইউনিয়ন সংসদ, সূয়াবিল ইউনিয়ন সংসদ, ভূজপুর ইউনিয়ন সংসদ, পাইন্দং ইউনিয়ন সংসদ, দাঁতমারা ইউনিয়ন সংসদ, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদ, ফটিকছড়ি পৌরসভা সংসদ, নাজিরহাট পৌরসভা সংসদের সকল সদস্যবৃন্দ, অভিষিক্ত সংসদের সভাপতি যীশু দত্ত, সহ-সভাপতি প্রিয়রঞ্জন শীল, রুমেল দেব সাধারণ সম্পাদক, জুয়েল দেব সহ-সাধারণ সম্পাদক, ডাঃ রাজীব দত্ত, যীশু দেব, সাংগঠনিক সম্পাদক রাসেল দে, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ দে, সুচ্দ্র ত্রিপুরা, অর্থ সম্পাদক বাবলু দে, সহ-অর্থ সম্পাদক সাগর দে, সাংস্কৃতিক সম্পাদক বিদ্যুৎ দেব, সহ-সাংস্কৃতিক সম্পাদক মুন্না দে, প্রচার সম্পাদক পলাশ দে, সহ-প্রচার সম্পাদক সমর পাল, সমাজ কল্যাণ সম্পাদক সুশীল কর্মকার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক কমলানন্দ ত্রিপুরা, নির্বাহী সদস্য হারাধন দত্ত, কছম ত্রিপুরা, সুমন ত্রিপুরা, অনুষ্টানে প্রয়াত প্রদীপ কান্তি ধরের স্মৃতিচারণ করেন মাস্টার বিশু ভৌমিক ও ওপেন চন্দ্র পাল, মন্টু কান্তি দে, চুয়েট প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত রাতুল কুমার শীল কে নারায়নহাট সংসদ সংবর্ধনা প্রদান করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান কালে গীতা ও নৈতিক উপর গুরুত্ব আরোপ করেন আভিধানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের র‌্যালি, গীায় তুলশী প্রদান, জুজখোলা কেন্দ্রীয় গীতাস্কুরের অধ্যক্ষ প্রয়াত প্রদীপ কান্তি ধর মহোদয় সমাধিতে পুষ্পস্তবক অর্পন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, শুদ্ধ ঋনির মাধ্যামে পবিত্র গীতাপাঠ করেন বিদ্যুৎ দেব। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের গীতাদানকারী বিশু ভৌমিক সহ-অতিথিবৃন্দ গীতা ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা