পরিস্হিতি২৪ডটকম : রাজধানীর মিরপুরে স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ১১৩ কোটি টাকা ব্যয়ে ৮৩২ ফ্ল্যাট নির্মাণ করছে সরকার।
বুধবার (৮ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘মিরপুর ১৬ নং সেকশনে স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ৮৩২টি ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫৪৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট সংবলিত ভবন নম্বর ৭ ও ৮ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি চার লাখ ৯৩ হাজার টাকা।
‘প্রকল্পটি বাস্তবায়নে কাজ পেয়েছে বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কন্সট্রাকশন। প্রকল্পটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে।’
অর্থমন্ত্রী বলেন, এছাড়া বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পে (১৯ লাখ ৫০ হাজার সংযোগের সংস্থানসহ প্রথম সংশোধন) শীর্ষক প্রকল্পের লট নস্বর ১.৫ এর আওতায় টার্ন কী ভিত্তিতে তিনটি করে মোট পাঁচটি সাব স্টেশন নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
‘এতে মোট ১৫টি সাব স্টেশনের মাধ্যমে ৯৭ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। প্রকল্পটি কাজ পেয়েছেন এনার্জি প্যাক। প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের আওতায় বাস্তবায়িত হবে।’