পরিস্হিতি২৪ডটকম : এক হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩৭তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে এক হাজার ২২১ জনকে নিয়োগ দেওয়া হলো।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এরপর গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা হয়। একই বছরে ১২ জুন চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।