পরিস্হিতি২৪ডটকম : নিউজিল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশে জঙ্গি হামলায় ৫০ জন নিহত হওয়ার পর থেকে সারাবিশ্বেই দেখা দিয়েছে নিরাপত্তা তৎপরতা। চলতি বছরের মে-জুলাই মাসে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও চলছে নানান আলোচনা।
তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন সরাসরি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ সজাগ রয়েছে ইংল্যান্ড সরকার এবং আইসিসি। ক্রাইস্টচার্চে হামলার পর সতর্কতা বাড়িয়ে দেয়া হয়েছে আরও বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটিকে আমাদের আলোচনার এক নম্বরেই রাখা হয় সবসময়। এটা কখনো ভুল করার সুযোগ নেই। শুধুমাত্র খেলোয়াড়দের জন্য নয়, সফরকারী মিডিয়া, ভক্ত-সমর্থক এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা দেখভাল করা আমাদের দায়িত্ব।’
এসময় নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘নিউজিল্যান্ডে যে হামলা হয়েছে তাতে সবাই অবাক হয়েছেন। অবাক করার মতোই বিষয়। তবে এর সঙ্গে বিশ্বকাপের কোনো মিল হতে পারে না। আমরা অবশ্যই সম্ভাব্য সবকিছু মাথায় রেখেছি। বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই।’
ইংল্যান্ডের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বর্ণনা দিতে গিয়ে রিচার্ডসন বলেন, ‘ইংল্যান্ডের সিকিউরিটি ডিরেক্টরের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে সম্যক জ্ঞান রয়েছে আমার। তারা কোনো কিছু বাদ রাখেনি। তবুও যদি নিরাপত্তা হুমকি বেড়ে যায় তখন তারাও নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে পরের ধাপে নিয়ে যাবে।’