পরিস্হিতি২৪ডটকম : ‘নিরাপদ খাদ্য চাই’ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার রক্ষায় জনসচেতনতা জরুরী শীর্ষক আলোচনা সভা গতকাল ১৫ মার্চ শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদাস্থ চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের আলহাজ্ব আবুল খায়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ। বিভাগীয় কমিটির সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের শিক্ষক জিটন দাশগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জোবাইদা সুলতানা লাকি, শিক্ষক নবীর হোসেন, শিক্ষক নুরুল ইসলাম, রহিম উদ্দিন, সাংবাদিক অনুতোষ দত্ত বাবু, সমাজ উন্নয়ন কর্মী মেরিনা সিদ্দিকী নেলী, পারভিন আখতার, মৌ দত্ত, পারুল আকতার প্রমুখ। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য বক্তব্যে বক্তারা বলেন, জীবনের নিরাপত্তার জন্য ভোক্তার অধিকার রয়েছে যথাযথ সেবা পাওয়া। ভোক্তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তার চাহিদা ছাড়া উৎপাদকের উৎপাদনের মূল প্রেরণার চাবিকাঠি হারাবে। কিন্তু উৎপাদনকারী ব্যবসায়ীগণ প্রতিনিয়ত ভোক্তাদের ঠকাচ্ছেন। অস্বাভাবিক হারে বেড়েছে খাদ্যপণ্যে ভেজান। আর এতে করে মানুষ দিনদিন রোগাক্রান্ত হচ্ছে। প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে ভোক্তা সচেতনতা বাড়ানো।