বাংলাদেশ, , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভারত থেকে জ্যোতিষ ভাস্কর উপাধি পেলেন পণ্ডিত শান্তিপদ আচার্য

  প্রকাশ : ২০১৯-০৩-১৩ ১৬:৩৫:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : সম্পতি কলকাতায় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে ইন্টারন্যাশনাল হিন্দুস্তান হেটেল অডিটরিয়ামে ড. বিজয়কুমার এম শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের চট্টগ্রামস্থ বোয়ালখালীর কৃতি সন্তান পণ্ডিত শান্তিপদ আচার্য কে জ্যোতিষ ভাস্কর উপাধি সহ স্বর্ণ পদকে ভূষিত হন। তিনি ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের উপদেষ্টা, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নির্বাহী সদস্য বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির সদস্য তিনি সাতকানিয়া দক্ষিণ জেলার প্রয়াত প্রবীন পণ্ডিত প্রবর রেবতী রঞ্জন আচার্যের ভাগিনা, বোয়ালখালী শাকপুরার বিশিষ্ট পণ্ডিত স্বর্গীয় শ্রী সতীশ বাঈন এর একমাত্র সুযোগ্য পুত্র। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যক্ষ এ.আর. আচার্য। উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পণ্ডিত রুদ্র আচার্য, পণ্ডিত অরুপ চক্রবর্তী, পণ্ডিত শশী আচার্য, পণ্ডিত লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, উক্ত সম্মেলনে নেপাল, বার্মা, শ্রীলংকা,বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মালেশিয়া অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি পণ্ডিত মলয় শাস্ত্রি।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা