বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ের-৯০ব্যাচ’র উদ্যোগে শিক্ষক সম্মাননা ও পারিবারিক মিলনমেলা

  প্রকাশ : ২০২২-১২-৩০ ১২:৫৫:০৭  

পরিস্থিতি২৪ডটকমঃ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচ’র শিক্ষার্থীদের উদ্যোগে গত ২৩ ডিসেম্বর, ২০২২ ইং রোজ শুক্রবার বিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষক সম্মাননা ও পারিবারিকর মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র ভট্টাচার্য, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু ব্রজহরি চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার হোসেন, জনাব মুহাম্মদ আবু ইউছুপ, বাবু বিজন ভট্টাচার্য, বাবু প্রদীপ চক্রবর্তী, জনাব মন্জুর কাদের ও বাবু রন্জিত দাস মহোদয়কে সম্মাননা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাং শাহাদাত হোসেন চৌধুরী (জসিম) ও চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হাসানুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। উক্ত শিক্ষক সম্মাননা ও পারিবারিক মিলনমেলার শুরুতে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের কর্মরত শিক্ষকবৃন্দের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন এবং ১৯৯০ ব্যাচের যেসব শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাফফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারী সম্মানিত সকল শিক্ষকবৃন্দ স্মৃতিচারণ করতে গিয়ে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচকে ডায়মন্ড ব্যাচ হিসেবে অভিহিত করেন এবং ১৯৯০ ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হিসেবে উল্লেখ করেন। দিনব্যাপি উক্ত শিক্ষক সম্মাননা ও পারিবারিক মিলনমেলায় দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহনকারীরা স্কুলজীবনের স্মৃতিচারণে অংশগ্রহন করেন। স্কুলজীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে যায় এবং এরকম পারিবারিক মিলনমেলা প্রতিবছর আয়োজনে প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শেষ ভাগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও অংশগ্রহন করেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা