বাংলাদেশ, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পূজা, গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা

  প্রকাশ : ২০২২-১১-০৩ ১৮:০১:১৪  

পরিস্থিতি২৪ডটকম : শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ২০২২, শ্রী শ্রী গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা ২ দিনব্যাপী ১ নভেম্বর মঙ্গলবার লায়ন প-িত সলিল আচার্য্যরে সভাপতিত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ঢালকাটা শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল শ্রী শ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মায়ের সপ্তমী বিহীত পূজা আরম্ভ, শ্রী শ্রী চ-ীপাঠ ও গীতাপাঠ (পরিবেশনায়- বিশিষ্ট চ-ী ও গীতা পাঠক শ্রী মুকুমার আচার্য্য), মহাপ্রসাদ বিতরণ, হোমযজ্ঞ ও পুষ্পাঞ্জলি প্রদান, মায়ের আরতি। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সুখভিলাষ শ্রী গুরুধামের অধ্যক্ষ শ্রীমৎ প্রসিদ্ধানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদের ¯েœহধন্য ছোট ভাই পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ১০নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু জাফর, পদুয়া ১০নং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাশ (অব.), পদুয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক সুবল আচার্য্য, পদুয়া ৪নং ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন চৌধুরী, ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। স্বাগত বক্তব্য রাখছেন শিক্ষক অঞ্জন দাশ, মিল্টন দে, সুজন চৌধুরী। এতে গীতাপাঠ প্রতিযোগিতায় ৩০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এবং উর্ত্তীন্ন ১০০০ ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা