বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

প্রয়াত শিক্ষক আবু তাহের চেীধুরীর স্মরণ সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২১-০৭-২৫ ১৬:১৫:৪৮  

প্রয়াত শিক্ষক আবু তাহের চেীধুরী স্মরণে  ভার্চুয়াল সভায় বক্তারা : 
আবু তাহের মাষ্টার ছিলেন একজন আলোর পথের পথ প্রদর্শক, তিনি আমৃত্যু প্রজন্মকে আলোর পথ দেখিয়েছেন

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের কৃতি সন্তান প্রয়াত শিক্ষক আবু তাহের চেীধুরী স্মরণে স্মরণ সভা ভার্চুয়ালে গত ২৩ জুলাই ২০২১ খ্রিঃ শুক্রবার রাত আট টায় ‘ফেইস টু ফেইস’ ফেইসবুক পেইজে অনুষ্ঠিত হয়।‘ফেইস টু ফেইস’ ফেইসবুক পেইজের মর্ডারেটর বেলাল হোসাইন মিন্টু’র সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট আবু ছালেহ, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল নোমান বেগ চেয়ারম্যান, চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম চৌধুরী, প্রাবন্ধিক ও ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, সাংবাদিক ও পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদুল ইসলাম, কানাইমাদারী আলহাজ্ব অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার দাশ,শিক্ষক মুরিদুল আলম, কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাদেক , এশিয়ান ইউনিভার্সিটি ফর এর ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক আবু ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ খান, বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনছারুল হক, প্রেসিডেন্ট স্কাউটস মঈনুদ্দিন জুয়েল, বিজিবি কর্মকর্তা জাহেদুল আলম, সাংবাদিক গোলাম সরওয়ার ও চন্দনাইশ ছাত্র সমিতির সহসভাপতি, ব্যাংকার তানভীর আহমেদ সিদ্দিকী প্রমুখ। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বরকল ইউনিয়নবাসী ও প্রয়াত স্যারের পরিবারের পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ।
প্রয়াত শিক্ষক আবু তাহের এর স্মরণ সভায় আলোচকরা বলেন, আবু তাহের মাষ্টার ছিলেন একজন আলোর পথের পথ প্রদর্শক।তিনি আমৃত্যু প্রজন্মকে আলোর পথের দিশারী হয়ে পথ দেখিয়েছেন।কেননা শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষকরা স্বমহিমায় বিশুদ্ধ জ্ঞান, মানবিক আর নৈতিক শিক্ষায় সুশিক্ষিত এবং দিক্ষীত করে গড়ে তুলেন দেশের যোগ্য নাগরিক।আর শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষক- এই তিনটির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। ছাত্রছাত্রী তথা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।আর সে কাজটি সুনিপুন ভাবে করে গেছেন মাষ্টার আবু তাহের । তিনি সফল সার্থক জীবন অতিবাহীত করেছেন। বক্তারা আরো বলেন, শিক্ষক হলো মূল্যবোধ বিনির্মাণের আদর্শ কারিগর।আর শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা এবং পৃথিবীর সকল পেশার সেরা পেশা।এবং শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক-বাহক।যেীবনের উদ্দীপ্ত সময়ে শত অন্য পেশায় যোগদানের সুযোগ থাকা সত্বেও মাষ্টার আবু তাহের শিক্ষকতা পেশায় ব্রত ছিলেন।তার শিক্ষাদান পদ্ধতি , শাসন ও বন্ধুত্ব সুলভ আচরনে তিনি হাজার হাজার ছাত্রের প্রিয় ব্যাক্তিত্ব ছিলেন।সমস্ত লোভ মোহের উর্দ্ধে থেকে তিনি জীবন পরিচালিত করেছিলেন । তার মত আদর্শ শিক্ষক আজ বিরল ।তার মৃত্যুতে জাতির অফুরনীয় ক্ষতি হয়েছে । পরিশেষে সকলেই আদর্শ এই শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা