পরিস্হিতি২৪ডটকম : অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড তাপদাহ চলায় চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন শহর পৃথিবীর উষ্ণতম স্থানে পরিণত হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার আরো অবনতি ঘটার সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তের আগেই তাপমাত্রার এ অবনতি ঘটতে পারে। খবর এএফপি’র।
বুধবার আবহাওয়া ব্যুরো জানায়, রেকর্ডের দিক থেকে বিগত চারদিন ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণতম দিন। এ সময় দেশটির কিছু স্থানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়।
ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ ফিলিপ পার্কিন্স এএফপি’কে বলেন, সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে ‘গতকাল সাউথ অস্ট্রেলিয়ায় এযাবৎ কালের সকল রেকর্ড ভঙ্গ হয়। এতে নিশ্চিতভাবে অঞ্চলটি বিশ্বের উষ্ণতম বিভিন্ন স্থানের অন্যতম হয়।
দক্ষিণ গোলার্ধে গ্রীস্মকাল চলাকালে অস্ট্রেলিয়ায় উচ্চ তাপমাত্রা একেবারেই স্বাভাবিক ঘটনা। এরফলে গ্রীস্ম মৌসুমে সেখানে মাঝেমধ্যেই দাবানল ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে স্থল ও সমুদ্রে তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।