বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গণ অধিকার ফোরামের প্রতিনিধি সভায় বক্তারা : অবিলম্বে কোভিড টেস্টের ফি মওকুফ করে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করুন

  প্রকাশ : ২০২০-০৭-০৬ ১৭:৩২:৪৩  

পরিস্হিতি২৪ডটকম : বীর প্রসবিনী, স্বাধীনতার সূতিকাগার, প্রকৃতির অনুপম দানে সমৃদ্ধ এই বীরচট্টলা, জাতীয় রপ্তানি আয়ের শতকরা আশি ভাগ যোগান দানকারী চট্টগ্রাম আজ বড় অসহায়। বুক ভরে শ্বাস নিতে পারছে না চট্টগ্রাম। বেহাল হয়ে পড়েছে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। নতুন উদ্যোগ নামেমাত্র যা হয়েছে তা অসম্পূর্ণ, লোকদেখানো, আইওয়াশ। সাধারণ চিকিৎসার সুযোগ থেকেও চট্টগ্রামবাসী বঞ্চিত। কোনো হাসপাতালই কোভিড টেস্ট ছাড়া রোগী নিচ্ছে না। রোগীরা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে পথেই মারা যাচ্ছেন। এর উপর কোভিড টেস্টের উপর ২০০ টাকা হারে ফি বসানো হয়েছে, যার ফলে টেস্টের পরিমাণ কমছে। এটি আক্রান্তের হার কম দেখানোর একটা অপকৌশল। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে বাবার কোলে, মায়ের কোলে সন্তানের মৃত্যু এখন চট্টগ্রামের নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রসূতি মায়ের চিকিৎসার বন্দোবস্তও হচ্ছে না। কোভিড টেস্টে লেগেছে দীর্ঘ সময় জট। অনেকে ২০ দিনেও রিপোর্ট পাচ্ছে না। অনেক নমুনা নষ্ট হয়ে যাচ্ছে। আবার দুই হাসপাতালে একই রোগীর দুই ধরনের রিপোর্টও পাওয়া যাচ্ছে। অক্সিজেন সংকটে রোগী মারা যাচ্ছেন। অক্সিজেনের মূল্য পাঁচ থেকে দশগুণ দিতে হচ্ছে। এ যেন মানুষ মেরে ফেলার কৌশল। অপরদিকে বিদ্যুতের মনগড়া বিল দেবার পাশাপাশি গ্যাস পানি বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। মানুষের আয় নেই। গরীব মধ্যবিত্ত শ্রেণি বিলীন হতে চলেছে। চট্টগ্রামের মানুষকে চিকিৎসাহীনতায়, ভাতে পানিতে, বিদ্যুতে মারার ফল জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এ সত্য ভুলে গেলে চলবে না। তাই অবিলম্বে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কোভিড টেস্টের ফি মওকুফ করতে হবে এবং এই টেস্ট ফি মওকুফ করে চট্টগ্রামবাসীদের জন্য চিকিৎসা ব্যবস্থা সহজ করার দাবি জানাচ্ছি। মনগড়া বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ, গ্যাস, পানির মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। চট্টগ্রামের বিশিষ্টজনদের নিয়ে চট্টগ্রামের জন্য সার্বিক মহাপরিকল্পনা প্রণয়নপূর্বক বাস্তবায়ন করতে হবে। অন্যথায় চট্টগ্রামবাসী জনগণকে সাথে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলে বাঁচার দাবি আদায়ের সংগ্রামে নামতে বাধ্য হবে। গণ-অধিকার ফোরাম উত্তর-দণি-মহানগর শাখার ৫ ও ৬ জুলাই দুদিনব্যাপী প্রতিনিধি সভা গতকাল ৫ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে আজ ৬ জুলাই বিকাল ৩টা পর্যন্ত সংগঠনের মহানগর সভাপতি আলহাজ্ব আবু মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উত্তর জেলা শাখার আহ্বায়ক নুরুল হাকিম লোকমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঅফো’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গঅফো’র মহাসচিব এম এ হাশেম রাজু। বক্তব্য রাখেন গঅফো’র দক্ষিণ জেলার আহ্বায়ক অ্যাড. আহমদুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ দোহাজারী, যগ্ম আহ্বায়ক আলহাজ্ব নওশা মিয়া, গঅফো’র উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাড. আজিজুল হাকিম, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রায়হান উদ্দিন, গঅফো’র মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন হোসেন নুরু, গঅফো’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী মহাসচিব জানে আলম, মোহাম্মদ নুরুন্নবী, উপদেষ্টা অধ্যাপক উত্তম কুমার আচার্য, অধ্যাপক রূপম বড়ুয়া, অধ্যাপক আবদুস সাত্তার শামস, আইটি বিষয়ক সম্পাদক তানভীর আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জ ম ইমন চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা অ্যাড. নারগিছ আলম চৌধুরী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা