পরিস্হিতি২৪ডটকম : গতকাল (১৬ নভেম্বর ২০২০ সোমবার )শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের সমাপনী দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাদে জোহর ছদরে মাহফিল ছিলেন আলহাজ্ব মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী। মুহাম্মদ শহিদুল ইসলাম মিছবাহ’র কুরআন তেলাওয়াত ও মাওলানা ওমর ফারুকের নাতে রসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে আলোচনা করেন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, সুফি মিয়াজি পাড়া, আধুনগর। বাদে আছর আবদুল্লাহ আকরাম হাদীর নাতে রসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী। বাদে মাগরিব ছদরে মাহফিল ছিলেন ফটিকছড়ি জামিয়া উবাইদিয়া নানুপুর মুহতামিম আলহাজ্ব শাহ মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী। ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরীর কুরআন তেলওয়াত ও মাওলানা আবদুস শাকুরের নাতে রসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে আলোচনা করেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ ও বায়তুশ শরফের পীর সাহেব কেবলা আলহাজ্ব শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী। বাদে এশা হাফেজ আবদুস শাকুরের নাতে রসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহে আলম, ওমরগণি এম.ই.এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মাওলানা আ.ফ.ম. খালিদ হোসাইন, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সহকারি পরিচালক আলহাজ্ব মাওলানা ওবাইদুল্লাহ হামযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার এবং অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, ইদ্রিস মিনহাজ, মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো. অলি উদ্দিন, তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তি