পরিস্হিতি২৪ডটকম : চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে ২০১৪ সাল হতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী জাতীয় কমিটি গঠন করে প্রতিটি স্কুলে, স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচী শুরু করেছি। এ কর্মসূচী ২০২১ সাল পর্যন্ত চলবে। আগামী ১৫ জানুয়ারি “বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়”-এ মুজিব বর্ষের সাংস্কৃতিক কর্মসূচীর উদ্ভোধন হবে। উদ্ভোধন করবেন মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এস.এম. খালিদ এমপি। কর্মসূচীর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়। বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে অরুণ চন্দ্র বণিক- ০১৮৪৫-২৩৫৯৪৮ যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতার বিষয় “বঙ্গবন্ধু আঁক” ও “বঙ্গবন্ধু লিখ”, সংগীত, নৃত্য, কবিতা, ছড়া, ছবি দেখে বলতে হবে কার ছবি।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।