বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

হযরত শাহসুফি আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর ৭৪তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-১১-২৪ ১৩:১৬:০৪  

পরিস্হিতি২৪ডটকম : আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা-মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে নগরীর কাতালগঞ্জস্থ কনকচাপা ভবনে আওলাদে রাসুল (স) শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর (ম.জি.আ) ৭৪ তম খোশরোজ শরীফ দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, তাওয়াল্লাদে গাউসিয়া, আলোচনা সভা, জিকিরে সেমা মাহফিল। উক্ত খোশরোজ শরীফে উপস্থিত ছিলেন মাওলা আলী একাডেমীর চেয়ারম্যান সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, মৌলানা আবু বক্কর, কাজী মোহাম্মদ তৌহিদুল আলম আলকাদেরী, ছৈয়দ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা এনায়েতুর রহমান, কুমিল্লা তৃষ্ণা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ ফিরোজ নুর নগরী। এতে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জিয়া, এডভোকেট আসিফ, মোহাম্মদ বখতেয়ার, মোহাম্মদ ইফতেখার, মোহাম্মদ কুতুব, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আনোয়ার জাহেদ, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ রাজ্জাক, রুবেল, মানিক, বোরহান, আরমান, আইনাল হক, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ এমরান, মোহাম্মদ ফজল ভান্ডারী। উক্ত খোশরোজ শরীফ উপলক্ষে আর্ত মানবতার সেবায় শীতার্তদের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়। আখেরী মুনাজাত করেন আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর (ম.জি.আ)।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা