বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

হযরত ইমাম বোখারি (রাঃ)’র ১১৪৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

  প্রকাশ : ২০১৯-০৯-০২ ১৬:৩৭:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : হযরত রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম হাদিস শরীফ এর মাধ্যমে ইমাম বোখারী রাদিয়াল্লাহু তা’আলা আনহু আমাদের কাছে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর আশেকে রাসুল আমিরুল মুমিনিন ফিল হাদিস খ্যাত, বিশ্ব বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, পৃথিবীতে শ্রেষ্ঠ প্রন্থ হাদীস গ্রন্থ বোখারী শরীফের রচিয়তা ইমাম বোখারীর ১১৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট শনিবার রাতে ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীনের চট্টগ্রামের বাসায় ফাতেহা শরীফ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ইতিহাস গবেষক সোহেল ফখরুদ-দীনের সভাপতিত্বে এই নূরানী মেহফিলে হযরত ইমাম বোখারী রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জীবন কর্মের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ, হাদিস শরীফ গবেষক মাওলানা এস এম ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস কুতুবী। আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক কলামিস্ট একেএম আবু ইউসুফ, প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুদ্দিন। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ, শরফুদ্দিন মোহাম্মদ সাজিদ, সাফায়াত উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, হযরত ইমাম বোখারীর জীবন কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর জন্য উৎসর্গকৃত। মহাগ্রন্থ কোরআন ও হাদিস শরীফ আমাদেরকে যুগে যুগে আলোর পথে পথ দেখাচ্ছে। সেই বিখ্যাত হাদিসগুলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনে শিক্ষা দিচ্ছে। হযরত ইমাম বোখারী রাদিয়াল্লাহু তা’আলা আনহু আমাদের জন্য প্রাতঃস্মরণীয় মনীষী। তিনি ৮৭০ খ্রিস্টাব্দে ৩১ আগস্ট খরতঙ্গের নিকটবর্তী সমরকন্দে ইন্তেকাল করেন। তিনি ১৭৪ হিজরীতে বোখারা এলাকায়, উজবেকিস্তান জন্মগ্রহণ করেন। এই মহান সাধকের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের উঁচু স্থানে অধিষ্ঠিত করুক। আমীন। সুম্মা আমীন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা