পরিস্হিতি২৪ডটকম : হংকংজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সকালে এই মানববন্ধন হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রায় তিন মাস ধরে প্রত্যপর্ণ বিল বাতিল ও প্রধান নির্বাহীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে সমর্থন দিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়। খবর সিএনএনের।
গতকালের মানববন্ধনের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। চলতি সপ্তাহে হংকংয়ে বড় ধরনের বিক্ষোভের আয়োজনের প্রস্তুতি চলছে। তবে গতকাল বিমানবন্দরে প্রবেশস্থলে বিক্ষোভে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট।
আজ কিয়োন তুং জেলায় এবং আগামীকাল জিউন অন ও কোই চিং জেলায় বিক্ষোভ করা হবে বলে জানা গেছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।