পরিস্হিতি২৪ডটকম : সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী চালক ও পথচারী উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা চালকদের সচেতন থাকতে হবে। সেই সঙ্গে পথচারীদেরও সচেতন হতে হবে। আর স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের।’
তিনি আরও বলেন, ‘রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে।’
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কে চার-লেন বিশিষ্ট ফ্লাইওভারসহ বেশকিছু প্রকল্প উদ্বোধন করেন তিনি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।