বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

স্মাইল বাংলাদেশ’র সভায় বক্তারা : মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে

  প্রকাশ : ২০২১-০২-০৩ ১৮:৫৮:১০  

পরিস্হিতি২৪ডটকম : মানবিক সমাজ গঠনে সুবিধাবঞ্চিত মানুষের মুখে মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সামাজিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ ২০২০-২১ কার্য পরিষদের গঠন ও বার্ষিক সভা স্মাইল বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম জয়’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর এ কে খান মিলনায়তন ফুলকিতে স্মাইল বাংলাদেশের নতুন-পুরাতন সদস্যদের অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয়। এর মধ্যে সকাল ১০টা-১২ টায় স্মাইল বাংলাদেশের ২০২০-২১ কার্যপরিষদ গঠনের লক্ষ্যে ভোট সম্পন্ন হয়। ২য় পর্বে বিকাল ৩টায় আলোচনা সভা শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রধান শিক্ষা কর্মকর্তা ও কথা সাহিত্যিক মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির, বিশিষ্ট সমাজ চিন্তাবিদ ও গবেষক ড. মাসুম চৌধুরী, শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী, ক্যানেক্ট দ্যা ডট্স এর প্রতিষ্ঠাতা তানভীর শাহারিয়ার রিমন, তিলত্তোমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, স্মাইল বাংলাদেশের উপদেষ্টা ফারদীন বাপ্পী, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী জাহিদ তানসির, সমাজকর্মী এস.এম. ওয়াজেদ, পরিশেষে ২০২০-২১ কার্যকরী পরিষদ নির্বাচিত ৫টি পদে নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী শাবনাজ, অর্থ-সম্পাদক সাদ্দাম হোসেন সিহাব, প্রচার সম্পাদক তাসনীম কেয়াসহ মোট ৩১ জন সদস্য বিশিষ্ট ২০২০-২১ কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাতে তরুণ সমাজের নিরন্তর প্রচেষ্ঠা অবিস্মরণীয়। তরুণদের শক্তি একত্রিত হলে পৃথিবীর ইতিবাচক পরিবর্তন সম্ভব। তরুণদের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্মাইল বাংলাদেশ’র অবদান অতুলনীয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা