বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

স্বাধীনতার ৪৮ বছর পুর্তিতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সভায় রাজনীতিবিদ এম এ হাশেম রাজু সংবর্ধিত

  প্রকাশ : ২০২০-০১-০৫ ১৭:২২:৪২  

পরিস্হিতি২৪ডটকম : দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আয়োজনে গত ৪ জানুয়ারি ২০২০ ইংরেজি শনিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ ঢাকা মিলনায়তনে “স্বাধীনতার ৪৮ বছর পুর্তিতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা সভা দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান চিলড্রেন্স ফেডারেশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো. মঈনউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ। উক্ত সভায় সমাজসেবা ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট রাজনীতিবিদ এম এ হাশেম রাজুকে “স্বাধীন সংবাদ বিজয় সম্মাননা” স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশ পিছিয়ে থাকার অন্যতম কারণ গুণীজনের কদর না করা। কথিত আছে, যে দেশে গুণীজনের কদর নেই সে দেশে গুণীজন জন্মায় না। আমাদের দেশে বহু ক্ষণজন্মা ব্যক্তি জন্ম নিয়েছেন। এদের অধিকাংশই অবমূল্যায়ন হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর পর আমরা ঠিকই তাঁর মূল্য বুঝি। তাই একটি কথা বললে অত্যুক্তি হবে না যে এদেশে কেউ মূল্যায়ন পেতে হলে আগে তাঁকে মরতে হবে। সাধারণত মৃত্যুর পর আমরা তাঁকে নিয়ে আফসোস করি। যেমন দাঁত থাকিতে দাঁতের মর্যাদা না বুঝার মত। তিনি অরো বলেন, আমরা সাধারণত যে বর্তমানকে চরমভাবে ঘৃণা করি সেটা চলে যওয়ার পর তাকে এতই ভালবাসি যে ভুলেই যাই যে এই অতীত একদিন ঘৃণিত বর্তমান ছিল। সুতরাং প্রত্যেকের উচিত সঠিক সময়ে সঠিক বিষয়ের মূল্যায়ন করা।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা