বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সুমাত্রা দ্বীপে ছবি তোলার সময় সেতু ধসে ৯জন নিহত

  প্রকাশ : ২০২০-০১-২০ ১৭:৪৮:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে রবিবার একটি সেতু ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সোমবার দেশটির দুর্যোগ সংস্থা একথা জানায়।

দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধানদুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি বলেন, প্রায় ৩০ জনের মত যাদের বেশিরভাগই টিনেজার, কাছেই একটি বিদ্যৎকেন্দ্রে থেকে ফেরার পথে ব্রিজটিতে ছবি তুলতে গেলে সেসময় ধসের ঘটনা ঘটে।

উকজাং সিয়াফিরি এফপি’কে বলেন, ‘সেতুটি সম্ভবত একসাথে এতো লোকের ভার বহন করতে না পারায় এটি ধসে পড়ে।’

তিনি আরো জানান, পানিতে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীতে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়।

জানা যায়, ঐ অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে সেতু ধসের সময় অনেকে শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়।



ফেইসবুকে আমরা