সুফিগণ যুগে যুগে শান্তি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন : ছৈয়্যদ শাহ্ছুফি মোহাম্মদ আলী মঃজিঃআঃ
পরিস্হিতি২৪ডটকম : দুদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল আনজুমানে জাঁহাগীরীয়া শাহছুফি মমতাজীয়া ট্রাষ্টের ব্যবস্থাপনায় হযরত শাহছুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়্যদ শাহ্ছুফি মোহাম্মদ আলী (মঃজিঃআঃ)। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা আল্লামা মোহাম্মদ মতি মিয়া মনছুর, পীরজাদা মোহাম্মদ আহছান আলী, পীরজাদা মাওলানা মোহাম্মদ রিয়াজ ঢালী, পীরজাদা শেখ ফরিদ উদ্দীন আহমদ, মহিউদ্দীন মোহাম্মদ মোরশেদ আলী তুহিন, মাষ্টার হেলাল উদ্দীন খান, মাষ্টার মাহমুদ আলী, হাসান ইমাম চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবদুর রহমান মমতাজী, মাওলানা আনোয়ার হোসেন শুভ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলা উদ্দীন মমতাজী, হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন প্রমূখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী মমতাজী। মাহফিলে সভাপতির বক্তব্যে পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়্যদ শাহ্ছুফি মোহাম্মদ আলী (মঃজিঃআঃ) বলেছেন, সুফি দরবেশগণ যুগে যুগে শান্তি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আলোর পথের সন্ধান দিয়েছেন। তাঁরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শুদ্ধ পথে চলার জন্য মানুষকে আহ্বান করেছেন। মানুষ ইহকাল ও পরকালে যেন শান্তি পায়, সেবিষয়ে তাগিদ দিয়েছেন। বিপদগ্রস্থ মানুষকে মহান আল্লাহর ও নবী মোহাম্মদ (দ.) এর দেখানো পথে চলার জন্য প্রেরণা ও নির্দেশনা দিয়েছেন।