বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সুন্নিয়ত প্রতিষ্ঠায় আল্লামা হাশেমী-নঈমীর অবদান জাতি অনন্তকাল স্মরণে রাখবে : আল্লামা সোলাইমান আনসারী

  প্রকাশ : ২০২০-০৭-২৫ ১৫:৩৮:১৪  

পরিস্হিতি২৪ডটকম : ইমামে আহলে সুন্নাত শায়খুল ইসলাম আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.), আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আলহাজ্ব শামীম মোহাম্মদ আফজাল (রহ.) স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানসীন পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান (আশরফ শাহ্) এর সভাপতিত্বে রৌফাবাদস্থ মশুরীখোলা দরবারের খানকাহ শরীফে গত ২৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়। মশুরীখোলা আনজুমানে আহসানিয়া ও বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম জেলা আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী। প্রধান আলোচক ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আরবান হাউজিং সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব, সমাজসেবক মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট সংগঠক মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন, সমাজসেবক মোহাম্মদ শফিক, মোহাম্মদ একরামুল হক জুয়েল, অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন, গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আজিম শামীম, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম (বাবর), আলহাজ্ব মোহাম্মদ আলম শাহ, শরিফুল ইসলাম রুবেল, মোহাম্মদ নুরুন নাঈম রিমন, মাওলানা আমিনুল ইসলাম কাওসার, সৈয়দ মাওলানা সরওয়ার আলম, হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সোলাইমান আনসারী বলেন, আল্লামা হাশেমী-নঈমী দুইজন হলেন ওস্তাদ-শাগরেদ। তাঁদের মধ্যে যে নিবিড় সম্পর্ক ছিল সেটার প্রমাণ হলো সারাদেশে সুন্নিয়তের ময়দানে হাশেমী-নঈমীর জুটি। এই দুটি নাম সুন্নিয়তের ময়দানে মানুষের হৃদয়ে আস্থা অর্জনে সম হয়েছিল। তাঁদের আপোষহীন সংগ্রামের মাধ্যমে সকল ইসলামবিদ্বেষী বাতিল শক্তি মাথা গজিয়ে উঠতে পারেনি। তিনি আরো বলেন, সুন্নিয়ত প্রতিষ্ঠায় আল্লামা হাশেমী (রহ.) ও আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) এর অবদান জাতি অনন্তকাল স্মরণে রাখবে। পরিশেষে সালাতু সালাম বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনায় এবং করোনাভাইরাস থেকে পরিত্রাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা