পরিস্হিতি২৪ডটকম : সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর তেল আবিয়াদে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তুরস্ক। খবর বিবিসি’র।
যুক্তরাজ্য ভিত্তিক একটি মনিটরিং দল জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে তুরস্কপন্থী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক। বিস্ফোরণের ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
কুর্দি নিয়ন্ত্রিত এই অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর গত মাসে তুরস্ক এর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানকার কুর্দিদের সাথে তুরস্কের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তুরস্ক শুরু থেকেই ওয়াইপিজি কে সন্ত্রাসী গ্রুপ হিসেবে দাবি করে আসছে।
তুরস্ক ইতোমধ্যে তেল আবিয়াদ এবং রাস আল-আইন শহরের মধ্যবর্তী ১ শ’ ২০ কি.মি. এলাকায় নিরাপদ অঞ্চল স্থাপন করেছে। তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী ওই এলাকায় এক সপ্তাহ আগে থেকে যৌথ টহল শুরু করেছে।