পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সাম্য মৈত্রী সংঘের উদ্যোগে সংগঠনের সমাজকর্মীদের শোকসভায় বক্তারা বলেছেন, গুণীজনের কদরহীন সমাজ আলোকিত হতে পারে না। সেজন্য সমাজের গুণীজনগুলোকে সম্মান ও মর্যাদা দিয়ে বর্তমান প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরতে হবে। আলোকিত সমাজ গড়ার পেছনে যাঁদের অবদান রয়েছে সেই সমস্ত গুণীজনদের কর্মগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে, সমাজে গুণীজনের সংখ্যা বৃদ্ধি হবে, দেশ ও দেশপ্রেমিকের সংখ্যা বেড়ে যাবে, উন্নয়ন হবে সমাজ, আলোকিত হবে দেশ। সে কারণে আমাদের দেশের গুণীজনদেরকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। ২০ সেপ্টেম্বর বিকেলে চন্দনাইশ উপজেলার সাম্য মৈত্রী সংঘের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক ও কাস্টমস কর্মকর্তা নুরুল আলম সিকদার, সিনিয়র সদস্য মাওলানা আহমদ হোসেন শিকদার, সহ-সভাপতি ও কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা কামাল উদ্দিন এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এ উপলক্ষে খতমে কুরআন, খতমে গাউসিয়া শরিফ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাম্য মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক মো. আবুবকর। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আলিম, আকমল মিয়া, আব্দুল গণি সওদাগর, হাজি মনছফ আলী, উপদেষ্টা আবদুচ ছত্তার, মো. ইউনুস, বশির আহমদ, আবদুল আজিজ, সজিব, সাব্বির, সাকিব, হাবিব, আরাফাত, সাইফ প্রমুখ। শোক সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন, চন্দনাইশ গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মাওলানা সিরাজুল হক চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তি